ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম রক্ষায় দুই ম্যাচে নেই চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নিয়ম রক্ষায় দুই ম্যাচে নেই চান্দিমাল ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি ওয়ানডে থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় ডান হাতের আঙ্গুলে চোট পান তিনি।

৭১ বলে ৩৬ করা চান্দিমাল হার্দিক পান্ডের বাউন্সার খেলতে গিয়ে চোট পান। এখন তাকে কলম্বোতে গিয়ে বিষেশজ্ঞদের দেখাতে হবে।

তার এই ইনজুরিতে বেশ ভুগতে হবে লঙ্কানদের। কেননা ইতোমধ্যেই আসেলা গুনারত্নে ও নুয়ান প্রদিপকে ইনজুরির কারণে হারিয়েছে লঙ্কানরা।

চান্দিমালের এটি দ্বিতীয়বারের মতো আঙ্গুলে চোট। এর আগে গত বছর লঙ্কানদের জিম্বাবুয়ে সফরে চোটের কারণে যেতে পারেননি তিনি।  

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা অবশ্য সিরিজ হেরেছে। রোববারের ম্যাচে ভারত ছয় উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।