ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

যেভাবে এলো সাকিবের ‘সুইট সিক্সটিন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
যেভাবে এলো সাকিবের ‘সুইট সিক্সটিন’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টেস্ট ক্রিকেটে ১৬ বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো যেভাবে এলো সাকিবের ‘সুইট সিক্সটিন’।

সোমবার (২৮ আগস্ট) মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপরীতেই ৫ উইকেট শিকারের অনন্য রেকর্ড থলিতে পুড়েছেন এই বাঁহাতি স্পিনার।  

সাদা পোশাকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব প্রথমবারে মতো ৫ উইকেটের কোঠায় পা দিয়েছিলেন ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে।

দ্বিতীয় পঞ্চম উইকেট এসেছিল একই বছর ম্যাংগুয়া ওভালে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট এসেছিল ওই বছরই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।

পঞ্চমবারের মতো সাকিব ৫ উইকেট পেয়েছিলেন ২০০৯ সালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ষষ্ঠটি ধরা দিয়েছিল। তার লাকি সেভেন পঞ্চম উইকেট এসেছিল একই বছর ওল্ড ট্রাফোডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

পরের বছরই ঢাকায় ব্যাক টু ব্যাক ৫ উইকেটের দেখা পান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়ে।

এরপর ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দশমটি আসার পর ২০১৪ সালে চট্টগ্রাম, ঢাকা ও খুলনায় টানা পাঁচ উইকেটের নান্দনিক বোলিং করেছিলেন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে।

তার ১৫তম পাঁচ উইকেটের সমৃদ্ধ সংগ্রহ এসেছিল গতবছর চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় এলো ১৬তম পাঁচ উইকেট বা ‘সুইট সিক্সটিন’।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।