ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সামনে শুধুই ইয়ান বোথাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
সাকিবের সামনে শুধুই ইয়ান বোথাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলছে দশটি দল। সব দলের বিপক্ষেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়ে সাকিব আল হাসান চতুর্থ ক্রিকেটার হিসেবে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন। সাথে আরও একটি রেকর্ডের দিকে এগুচ্ছেন সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার খেলতে নেমে ব্যাট হাতে প্রথম ইনিংস করেন ৮৪ রান। আর বল হাতে নেন ৫ উইকেট।

একই টেস্টে অর্ধশতক রান ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব সাকিবের চেয়ে বেশি করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। ১১ বার এই কীর্তি করেছেন তিনি। সাকিব করলেন ৮বার।

ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়ে মোট ১৬ বার ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব। তার আটটিতেই বল হাতে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। বাংলাদেশ থেকে এই কৃতিত্ব আছে মোহাম্মদ রফিক ও সোহাগ গাজির। তারা একবার করে এমন দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

সাকিবের পরে ৬ বার এই কীর্তি দেখিয়েছিলেন রিচার্ড হ্যাডলি। ৫ বার এই কৃতিত্ব দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ম্যালকম মার্শাল।

২০০০ সাল থেকে যেহেতু দশটি দেশ টেস্ট খেলছে সেহেতু সাকিব-বোথামদের মতো কীর্তি গড়ার সুযোগ ছিল গ্রেট ক্রিকেটারদের। পারেননি অলরাউন্ড পারফর্মের ঘাটতি থাকায়। টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে সাকিব ৫ উইকেট কিংবা এক ইনিংসে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে হাফ-সেঞ্চুরির দেখা পাননি কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাই হয়নি তার। এবার প্রথমবারের মতো অজিদের বিপক্ষে মাঠে নেমে স্পর্শ করলেন দারুণ সেই মাইলফলক। সেটিও আবার নিজের টেস্ট ক্যারিয়ারের ৫০তম মাইলফলকের ম্যাচে।

সাকিব সবচেয়ে বেশি ৩ বার পাঁচ উইকেট পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তিতে তার নাম দু’বার করে। আর ইয়ান বোথামের পর সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট হাতে একই ইনিংসে হাফ-সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন অন্যদের থেকে বেশিবার।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।