নিঃসন্দেহে বিষয়টি স্বাগতিক দলের জন্য আরেকটি মাইলফলক ছোঁয়ার পথ সুগম করেছে। গত বছর ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে যার শুরুটা করেতে পেরেছিল বাংলাদেশ।
সোমবার (২৮ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অজিবধে করণীয় নিয়ে মিরাজ বলেন, ‘জয়ের জন্য যে উইকেটে খেলছি আমরা তাতে মনে হয় যে আমরা যত রানই করি ওটাই আমাদের জন্য ফাইটিং স্কোর। দেখেন আমরা ২৬০ রান করেছি, ওটার মধ্যেই ওদের আটকে দিয়েছি। আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা আগামীকাল ভালো ব্যাট করতে পারবে। আমার কাছে মনে আমরা যে রানই করবো ওটা নিয়ে লড়ব। এই উইকেটে আমরা যদি ৩০০ প্লাস রান করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ’বাংলাদেশের বোলিং ইনিংসে অস্ট্রেলিয়া ধ্বংসের শুরুটা করেছিলেন মিরাজ। তার ঘূর্ণিপাকে দোলাচলে পথ হারিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহকারি ডেভিড ওয়ার্নার ও ম্যাথিউ ওয়েডের মতো পিরামিডসম ব্যাটসম্যানরা। যা দিনশেষে দলটিকে বড় সংগ্রহ থেকে বঞ্চিত করেছে।
মিরাজ আরও যোগ করেন, ‘অবশ্যই ভালো লেগেছে। বিশ্বের সেরা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে তাদেরকে ধরা হয়। তাদের উইকেট পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যেটা, ভালো জায়গায় বল করতে হবে। মাত্র একটা ইনিংস শেষ হয়েছে। আরও ভালো জয়গায় বল করতে হবে। আমার লক্ষ্য থাকবে, ভালো জায়গায় বোলিং করার জন্য। তাহলে আরও উইকেট পাওয়া যাবে। ’
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি