ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব ভাই অনলি ওয়ান’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
‘সাকিব ভাই অনলি ওয়ান’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটের ব্যাটসম্যান ও বোলারদের দুঃস্বপ্নে তার বিচরণ। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি সব ফরমেটেই তিনি সেরাদের সেরা। তৃতীয় বিশ্বের একটি দেশে জন্মালেও তার ক্রিকেটীয় নৈপুণ্যে হার মানে প্রথম বিশ্বের বাঘা বাঘা সব ক্রিকেটাররা। তিনি সাকিব আল হাসান।

ক্রিকেটের অনেক রেকর্ডই এখন সাকিবের দখলে। সোমবার (২৮ আগস্ট) মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়লেন আরেক যুগান্তকারী রেকর্ড।

অজিদের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষেই ৫ উইকেটের অনন্য রেকর্ডটি নিজের করে নিয়ে দাঁড়ালেন মুরালিধরন-হেরাথ-ডেল স্টেইনদের কাতারে।

এমন শিষ্য পেয়ে যেমন খুশি হন কোচ, তেমনি উদ্বেলিত হন সতীর্থরা। আর দেশবাসীর বুক ভরে উঠে গর্বে। সেই সাকিবের সতীর্থ হতে পেরে সন্দেহাতীতভাবেই রোমাঞ্চিত অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ম্যাচ শেষে মিরাজ জানান, ‘সাকিব ভাই তো তিনটি সংস্করণেই অলরাউন্ডার হিসেবে দাপট দেখাচ্ছেন। ভালো লাগে যে নিজেদের দেশের এমন একজন আছে, এমন একজন অলরাউন্ডারের সঙ্গে খেলতে পারছি। খুব ভালো লাগে। তার কথা বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি সাকিব ভাই অনলি ওয়ান। ’

সংবাদ সম্মেলনে মিরাজ কথা বললেন উইকেট নিয়েও। মিরপুরের এই উইকেটেই গত বছর তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে টাইগারদের কাছে প্রথমবারে মতো হারের লজ্জা পেয়েছিল শক্তিশালী ইংল্যান্ড। অবশ্য সেই উইকেটের সাথে এই উইকেটের তেমন পার্থক্য দেখছেন না তিনি, ‘উইকেট সেই রকমই আছে মনে হয়। পার্থক্য আহামরি কিছু না। ’ 

তবে ইংলিশদের ধারাবাহিকতায় অজিদের হারাতে উইকেটের বাইরেও করণীয় আরও অনেক কিছুই আছে বলে মত মিরাজের, ‘উইকেট যে রকমই হোক না কেন, বোলাররা ভালো জায়গায় বোলিং না করলে উইকেট পাওয়া অনেক কঠিন। সাকিব ভাই কিন্তু অসাধারণ বোলিং করেছেন। তার পর আমি, তাইজুল অবদান রেখেছি। মোস্তাফিজ, শফিউল ভাই…উইকেট পায়নি, কিন্তু খুব ভালো বোলিং করেছে। রান নিয়ন্ত্রণ করেছে। উইকেট যেরকমই হোক, বোলাররা দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হয়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।