সোমবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘সে যেসব মন্তব্য করছে সেটা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে। টস নিয়ে কোনো অধিনায়ক সংবাদ মাধ্যমে এ ধরনের কথা বলতে পারে না।
পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টের ধারাবাহিকতায় ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিং নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমেও অধিনায়ক মুশফিকের সিদ্ধান্ত সঠিক নেয়ার সক্ষমতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ধারাবাহিক এমন ভুল সিদ্ধান্তে অধিনায়কত্ব হারানোর বিষয়টিও সামনে চলে আসে। তবে পাপন জানালেন মুশফিকের অধিনায়কত্ব ছিনিয়ে নেয়ার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি, ‘তার অধিনায়কত্ব ছিনিয়ে নেয়ার বা সরিয়ে দেয়ার কোন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। ’
সংবাদ মাধ্যমের সামনে বিসিবি সভাপতি দ্বিতীয় টেস্টে মুশফিকের বাউন্ডারি সীমানায় ফিল্ডিং প্রসঙ্গেও কথা বলেন। তিনি আরও বলেন, ‘সে কোথায় ফিল্ডিং করবে সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ছিল না। সিদ্ধান্তটি ছিল তার ব্যক্তিগত। কেউ চাপিয়ে দেয়নি। ’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে ৩৩৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আর দ্বিতীয়টিতে ইনিংস ও ২৫৪ রানের লজ্জার হারে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস