ভারতে যাওয়ার আগে বাংলাদেশ সফরে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করে অজিরা। দুই ম্যাচে ৩৩ গড়ে রান করেন ম্যাক্সওয়েল।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়ার পর টি-টোয়েন্টিতে ফেরেন ২৮ বছর বয়সী ম্যাক্সওয়েল। কিন্তু রাঁচিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নামের সুবিচার করতে পারেননি। ১৬ বল খেলে ১৭ রান করেন।
ম্যাক্সওয়েলের মূল ফোকাসটা এখন অ্যাশেজ ঘিরে। তার আগে শেফিল্ড শিল্ড ম্যাচে (প্রথম শ্রেণির ক্রিকেট) রানে ফিরে নির্বাচকদের আস্থা অর্জন করতে চান তিনি, ‘এখনো পর্যাপ্ত সময় হাতে আছে। আমি সুযোগ পেতে চাই যদি তিনটি শেফিল্ড শিল্ড ম্যাচে ভালো করতে পারি। অ্যাশেজে খেলাটা অবশ্যই একটি স্বপ্ন। ’
অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ভেঙে পড়ায় চাপে আছেন ম্যাক্সওয়েল। গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (১০ অক্টোবর) ভুল শোধরানোর আরেকটি সুযোগ পাচ্ছে সফরকারীরা, ‘এ সফরে মিডল অর্ডারে কেউ ধারাবাহিকভাবে রান পাচ্ছে কিনা তা আমি নিশ্চিত নই। আমি মনে করি সম্ভবত আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। ’
ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার অ্যাশেজে অস্ট্রেলিয়ার ছন্দে খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন না ম্যাক্সওয়েল। টি-২০ সিরিজের বাকি দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান তিনি, ‘দল হিসেবে আমি মনে করি আমাদের ম্যাচ জেতা উচিৎ। ’
আগামী ১৩ অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুই সপ্তাহের কম সময় পর প্রথম শেফিল্ড শিল্ড ম্যাচ। অ্যাশেজের আগে গুরুত্বপূর্ণ ছয় সপ্তাহ সামনে রেখে নিজের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন না ম্যাক্সওয়েল কিন্তু চাপটা অনুভব করছেন, ‘আশা করছি খুব শিগগিরই রানে ফিরবো। এর আশেপাশেই আছি। ’
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমআরএম