ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শামসুরের ঝড়ো সেঞ্চুরি, ম্যাচ সেরা আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
শামসুরের ঝড়ো সেঞ্চুরি, ম্যাচ সেরা আশরাফুল মোহাম্মদ আশরাফুল-শামসুর রহমান

১৯তম জাতীয় ক্রিকেট লিগের আসরে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগ। ড্র হওয়া ম্যাচে উত্তাপ ছড়িয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন ঢাকা মেট্রোর সেঞ্চুরিয়ান শামসুর রহমান। ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে ব্যাট-বলে দাপট দেখানো মোহাম্মদ আশরাফুলের হাতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রো আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে, স্বাগতিক চট্টগ্রাম ২৬ রান তুলে অলআউট হয়।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ঢাকা ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে চট্টগ্রামের সামনে টার্গেট দাঁড়ায় ২৭৪ রান। স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে তোলে ৯৭ রান।

প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া, মোহাম্মদ আশরাফুল ৬৬, আসিফ আহমেদ ৬৪, সৈকত আলি ৪৮ আর শামসুর রহমান ৪৬ রান করেন। চট্টগ্রামের ইফতেখার সাজ্জাদ একাই ৫ উইকেট তুলে নেন। নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রামের ওপেনার জসিম ১০ রানে বিদায় নেন। আরেক ওপেনার সাদিকুর রহমান ২৮ রান করেন। মাহবুবুল করিমের ব্যাট থেকে আসে ৪০ রান। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন সাজ্জাদুল হক। অভিষেক ম্যাচে ৫৮ রান করেন দশম ব্যাটসম্যান ওয়াহিদুল আলম। মোহাম্মদ আশরাফুল তিনটি উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান ব্যাটে ঝড় তুলেছিলেন। মাত্র ৬৭ বল মোকাবেলা করা এই ওপেনার ৮টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে অপরাজিত থাকেন। প্রথম শ্রেণির ম্যাচে এটি তার ১৩তম সেঞ্চুরি। ১৮ রান করেন মোহাম্মদ আশরাফুল।

২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান ৩৩ এবং জসিমুদ্দিন ১৯ রানে বিদায় নেন। ২১ রান করে অপরাজিত থাকেন দলপতি ইরফান শুকুর। দ্বিতীয় ইনিংসেও বল হাতে আশরাফুল একটি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।