প্রথম দিনটি ভালোই কাটলো বাংলাদেশ ‘এ’ দলের-ছবি:সংগৃহীত
আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে চারদিনের আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনটি ভালোই কাটালো বাংলাদেশ ‘এ’ দল। আইরিশদের ২৫৫ রানে আটকে রেখে বাংলাদেশ দিন শেষে এক উইকেট হারিয়ে ৩৮ রান করেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। তবে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা।
দলীয় ২৯ রানে তিন উইকেট হারায়। কিন্তু দলের হাল ধরেন ভারতীয় বংশোদ্ভুত আইরিশ ব্যাটসম্যান সিমি সিং। তিনি ১২১ করে মেহেদি হাসানের বলে বিদায় নেন। অ্যান্ডি ম্যাকবিরেনের ৫৭ ছাড়া দলের আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি।
স্বাগতিক বোলারদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদি। দুটি করে উইকেট পান জাতীয় দলের বাইরে থাকা কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন ও জুবায়ের হোসেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও অবশ্য মাত্র এক রানে ওপেনার জাকির হোসেনকে হারায়। তবে দিনের বাকিটা সময় আরেক ওপেনার সাদমান ইসলাম (২২) ও অধিনায়ক নাজমুল হোসেন (১৫) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।