ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুইশ ছক্কার মালিক ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
দুইশ ছক্কার মালিক ডি ভিলিয়ার্স ছবি:সংগৃহীত

প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুইশ ছক্কা হাঁকালেন এবি ডি ভিলিয়ার্স। পার্লেতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রানের বিধ্বংসী এক ইনিংসে ৭টি ছক্কা মারেন তিনি। যেখানে ৬ নম্বর ছক্কাটি ছিল ওয়ানডেতে তার দুইশতম ছক্কা।

ডি ভিলিয়ার্সের আগে ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি করেছেন আরও পাঁচ ব্যাটসম্যান।  

ওয়ানডে ক্যারিয়ারে ২১৪ ইনিংসে বর্তমানে ২০১টি ছক্কার মালিক ডি ভিলিয়ার্স।

তার আগে সর্বশেষ ২২৮ ইনিংসে ২০০ ছক্কায় ক্যারিয়ার শেষ করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।

দুইশ ছক্কার তালিকায় সবার ওপরে আছেন বিশ্ব রেকর্ডধারী সাবেক পাকিস্তানি শহীদ আফ্রিদি। ৩৬৯ ইনিংসে মেরেছেন ৩৫১টি ছক্কা। দ্বিতীয়স্থানে ৪৩৩ ইনিংসে ২৭০টি ছক্কায় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। ক্যারিবীয় দানব ক্রিস গেইল ২৬৮ ইনিসে ২৫২টি ছক্কা মেরেছেন। আর ভারতের মাহেন্দ্র সিং ধোনি ২৬৩ ইনিংসে মেরেছেন ২১৪ ছক্কা।
 
প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে ডি ভিলিয়ার্সের পর সবচেয়ে বেশি ছক্কা কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের, ১৩৭টি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।