ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যাস্টেলের ইনজুরিতে কিউই দলে সোধি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
অ্যাস্টেলের ইনজুরিতে কিউই দলে সোধি ছবি:সংগৃহীত

টোড অ্যাস্টেলের ইনজুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেলেন লেগ স্পিনার ইশ সোধি। যদিও কিউইদের এই সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন সোধি, তবে এবার ওয়ানডে সিরিজেও জায়গা পেলেন।

ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ট্যুর গেমে গত মঙ্গলবার খেলেছিলেন অ্যাস্টেল। তবে তিনটি বল করেই গ্রোইং স্ট্রেইনের চোটে পড়েন তিনি।

পরে স্ক্যান করালো হলে তিনি দল থেকে ছিটকে যান।

আগামী ২২ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ভারত ও নিউজিল্যান্ড তিন ম্যাচে টি-২০ সিরিজ খেলবে।

ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, জর্জ ওয়ার্কার।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।