ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সন্ধ্যায় দ. আফ্রিকা যাচ্ছেন শফিউল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সন্ধ্যায় দ. আফ্রিকা যাচ্ছেন শফিউল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে দলের সাথে যোগ দিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা’য় দ. আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র পেসার শফিউল ইসলাম।

গত শনিবার (১৪ অক্টোবর) কিম্বার্লিতে দলের সাথে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ায় স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন ফিজ। ফলে ডু প্লেসিদের বিপক্ষে অনুষ্ঠিত দুটি ওয়ানডের কোনোটিতেই তার মাঠে নামা হয়নি।

তাই সিরিজের বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তার জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শফিউলকে ডেকেছেন। স্বাগতিকদের প্রথম টেস্ট খেললেও কাঁধে হালকা চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি শফিউল।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ১২ অক্টোবর তিনি দেশে ফিরলেও এক সপ্তাহের ব্যবধানেই তাকে আবার দ. আফ্রিকার বিমান ধরতে হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।