ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির প্রশংসায় আমিরের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
কোহলির প্রশংসায় আমিরের প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

বিশ্বের দুই বা তিনজন সেরা বোলারদের মধ্যে একজন সে এবং অামার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া কঠিনতম বোলার। সম্প্রতি মোহাম্মদ আমিরকে নিয়ে এমন প্রশংসাবাক্যই তুলে ধরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এবার কোহলির প্রশংসার জবাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের পেস সেনসেশন।

এর আগেও আমির বন্দনায় মাতেন কোহলি। তাকে নিজের ব্যাটও উপহার দিয়েছেন।

ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে ২৫ বছর বয়সী এ বাঁহাতি পেসার। তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে সরফরাজ আহমেদের দল (দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান)। ফিটনেস সাপেক্ষে টি-২০ দলে রাখা হয়েছে আমিরকে।  আমিরকে সেরা মানেন কোহলি

স্বভাবতই কোহলির মুখ থেকে এমন প্রশংসা পেয়ে অভিভূত আমির। উইজডেন ইন্ডিয়া’কে দেওয়া প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট, ‘কাউকে প্রশংসা করার দিকটি কোহলির অসাধারণ উদারতা এবং বোলিং নিয়ে তার প্রশংসা পেয়ে আমি অভিভূত। কলকাতায় (গত বছর টি-২০ বিশ্বকাপ চলাকালীন সময়ে) তিনি যেভাবে ব্যাট দিয়ে আমাকে উপস্থাপন করেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ’

‘বিশ্ব জানে কোহলিই সেরা। তার বিপক্ষে আপনাকে সেরাটা দিতে হবে। যদি আপনি তাকে একটি সুযোগ দেন ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে, যেমনটা তিনি ঢাকায় এশিয়া কাপে করেছিলেন। তাই আমাকে ফোকাস ধরে রাখতে হবে এবং তার বিপক্ষে সেরাটা দিতে হবে। টার্গেট তাড়া করতে নেমে তার স্ট্রাইট রেট ও গড় সবার উপরে। এক্ষেত্রে বিশ্বের বোলারদের জন্য তিনি বড় চ্যালেঞ্জ। ’

আমির শেষ করেন এভাবে, ‘আপনি তখনই একজন ভালো বোলার হতে পারবেন যখন কোহলির মতো একজন ব্যাটসম্যানের বিপক্ষে ভালো বোলিং করতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।