ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সন্দেহের তালিকায় অ্যাকশন, অবস্থান শীর্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সন্দেহের তালিকায় অ্যাকশন, অবস্থান শীর্ষে ছবি: সাকিব-হাফিজ

তৃতীয়বারের মতো পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়ারা। সেই ম্যাচে লাহিরু থিরিমান্নের উইকেটটি নিয়ে ৮ ওভারে ৩৯ রান খরচ করেছিলেন হাফিজ।

বোলিং অ্যাকশনে সন্দেহের তালিকায় থাকলেও সবশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছেন হাফিজ। ২০১৩’তে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছিলেন তিনি।

এরপর বিভিন্ন সময় সাকিবের কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল। তবে, এবার নবমবারের মতো শীর্ষস্থান দখল করলেন হাফিজ।

তাতে, সাকিবকে নেমে যেতে হলো দুই নম্বরে। একধাপ এগুনো হাফিজের বর্তমান পয়েন্ট ৩৬০ আর একধাপ পেছানো সাকিবের ৩৪৫। আগের অবস্থান ধরে রেখে তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবী, চার নম্বরে শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর পাঁচ নম্বরে ইংল্যান্ডের অ্যাশেজ দল থেকে বাদ পড়া সমালোচিত বেন স্টোকস।

উল্লেখ্য, হাফিজের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগে অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় আরও দুইবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি এ তারকা ক্রিকেটার। তবে, এবার এখনও নিষেধাজ্ঞা পাননি তিনি। আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির পরীক্ষাগারে যেতে হবে হাফিজকে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কিংবা আইসিসির অনুমোদিত ল্যাবের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।