ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কড়া সূচির সমালোচনা করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কড়া সূচির সমালোচনা করলেন কোহলি কড়া সূচির সমালোচনা করলেন কোহলি-ছবি:সংগৃহীত

একের পর এক সিরিজ খেলেই যাচ্ছে ভারত। বিশেষ করে ঘরের মাঠে কোনো বিরতিই পাচ্ছেন না দলটি। এরইমধ্যে আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর ঠিক হয়ে রয়েছে । সেখানে তিনটি টেস্ট, ছ’টি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ‘টিম ইন্ডিয়া’র। তারপর রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে তিনটি টি-২০, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টেস্ট খেলবে ভারত। 

আপাতত এই দু’টি সফরকেই পাখির চোখ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে কড়া ক্রীড়া সূচি নিয়ে বেশ বিরক্ত তিনি।

এ ব্যাপারে কোহলি বলেন, ‘পরের বছরে দু’টি গুরুত্বপূর্ণ সফর রয়েছে। সেকথা মাথায় রেখে বেশ কিছু ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। আমরা ইতিমধ্যে এ নিয়ে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করব। ’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডকেই দেখুন, চ্যাম্পিয়নস ট্রফির পর তারা কোনো ম্যাচ খেলেনি। এটা খুবই দরকার। বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে গেলে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। ফর্মের চূড়ায় পৌঁছাতে সময় লাগে। বিশেষ করে পেস বোলারদের কাছে কাজটা অনেক বেশি কঠিন। আমরা তাই এখন উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে বিশ্রাম দিয়েছি। টেস্ট মৌসুমে আমরা ওদের তরতাজা হিসাবে পেতে চাই। আমরা ক্লান্ত ক্রিকেটারদের চাই না। বেশ কিছু ব্যাটসম্যানকেও বিশ্রাম দিতে হবে। সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করে ঠিক করব। ’ 

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। পরে ভারতীয় দল ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। কোহলি বলেন, ‘আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সঠিক অনুশীলনের দরকার রয়েছে। তিন ফরম্যাটে এখন অনেক ম্যাচ খেলতে হয়। তাই একজন ক্রিকেটার কতগুলি ম্যাচ খেলল, আর তার সমানুপাতিক হারে কতগুলো ম্যাচ বিশ্রাম পেল সেটা খুবই গুরুত্বপূর্ণ। ’

আজ (২২ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের মধ্যদিয়ে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে যাচ্ছেন অধিনায়ক কোহলি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।