ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৩ ওভার শেষে দ. আফ্রিকা ২৪/০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
৩ ওভার শেষে দ. আফ্রিকা ২৪/০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেরে গেছে বাংলাদেশ। তবে মান বাঁচানোর শেষ ম্যাচে জয় পেতে মরিয়া সফরকারী টাইগার শিবির। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফাফ ডু প্লেসিস। ফিল্ডিং করছে মাশরাফির দল।

ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে গড়ায়। স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক এবং তেম্বা বাভুমা।

এ ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফির মাইলফলক ওয়ানডে। লাল-সবুজের দলপতি হিসেবে ৫০ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের চলমান সফরে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার তালিকা দীর্ঘই হচ্ছে। সর্বশেষ চোটের কারণে সফরই শেষ হয়ে গেছে তারকা ওপেনার তামিম ইকবালের। একই কারণে দলে নেই সেরা পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দ. আফ্রিকা দলে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার হাশিম আমলাকে। তামিমের পরিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার। আর নাসির হোসেনের বদলে একাদশে এসেছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মার্করাম, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, আন্দিল ফেলুকওয়াও, উইয়ান মুল্ডার, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।