ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিদায়ী ম্যাচে খেলা নিয়ে আশঙ্কায় নেহেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বিদায়ী ম্যাচে খেলা নিয়ে আশঙ্কায় নেহেরা ছবি:সংগৃহীত

ভারতীয় জাতীয় দল থেকে ফাস্ট বোলার আশিস নেহেরা অবসর নেবেন ঘোষণা দিয়েছেন আগেই। দেশের হয়ে একটা ম্যাচ খেলেই জার্সি খুলে রাখবেন। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলে রাখা হয়েছে অভিজ্ঞ এ বোলারকে।

দলে রাখলে নেহেরাকে খেলানো হবে কি না সে ব্যাপারে অবশ্য নিশ্চয়তা দিতে পারেননি ভারতীয় নির্বাচকরা। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১ নভেম্বর থেকে।

নেহরার হোম গ্রাউন্ড দিল্লিতেই প্রথম ম্যাচ। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ অবশ্য নেহরাকে দলে নিয়েই চাপ সামলেছেন।  

তিনি জানিয়ে দিয়েছেন, ‘নেহেরা খেলবে কি না সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমাদের তরফ থেকে কোনো নিশ্চয়তা নেই। ’

যদিও এই নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচক কমিটি। বিশেষ করে ইন্ডিয়া ‘এ’ দল থেকে আসা বেশ কয়েকজনকে নিয়ে। যাদের নেওয়া হয়েছে তারা সকলেই ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেদের সেরাটা দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট এবং নেহেরার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।  

এমএসকে প্রসাদ আরও বলেন, ‘যদি গত দেড় বছর ধরে ইন্ডিয়া ‘এ’ দলের খেলা দেখা যায় তা হলে দেখা যাবে একই বোলার টানা বল করে যাচ্ছে। এর মানে প্রথম দলে জায়গা পাওয়ার ব্যাপারে তারা এগিয়ে রয়েছে। ’ 

নেহেরার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ১৯৯৯ সালে। তার ১৮ বছরের ক্রিকেট জীবনে তিনি খেলেছেন ১৭টি টেস্ট ১২০টি ওডিআই ও ২৬টি টি-২০।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, শ্রেয়াস ইয়ার, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডে, অক্ষর প্যাটেল, যুভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আশিষ নেহারা (শুধুমাত্র ১ ম্যাচ)।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।