ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শেবাগকে সম্মানিত করলো ফিরোজ শাহ কোটলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
শেবাগকে সম্মানিত করলো ফিরোজ শাহ কোটলা ছবি: সংগৃহীত

ঘরের ছেলে বীরেন্দর শেবাগের সম্মানে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রবেশের দ্বিতীয় গেট নামকরণের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। এই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগেই শোভা পাবে ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনারের নাম।

আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফিরোজ শাহ কোটলার দ্বিতীয় গেটটিতে শেবাগের নাম উন্মোচন করা হবে। পরদিন তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মোকাবিলা করবে টিম ইন্ডিয়া।

ডিডিসিএ প্রশাসক ও অবসরপ্রাপ্ত বিচারপতি বিক্রমজিৎ সেন বলেন, ‘পূর্বকালীন ম্যানেজমেন্ট মি. বীরেন্দর শেবাগের অনেক সাফল্যের স্বীকৃতি দিতে স্টেডিয়ামের দ্বিতীয় গেটে তার নামকরণের প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। ’

অনেক আগে থেকেই এই প্রস্তাব উঠেছিল। ডিডিসিএ’র অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিক্রমজিৎ সেন জোর দিয়ে বলেন নিকট ভবিষ্যতে দিল্লির অন্য কীর্তিমানদের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে এটা কেবল শুরু।

‌এ নিয়ে তার অভিমত, ‘অন্যান্য উদ্যোগের মধ্যে ক্রিকেটারদের অবদানের স্বীকৃতি দিতে এটাই প্রথম বাস্তবায়িত হচ্ছে যারা ডিডিসিএ’র জন্য সমৃদ্ধ অবদান রেখেছেন। ডিডিসিএ থেকে অন্যদের সম্মান জানানোর লক্ষ্যে তাদের মূল্যায়ন ও সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এদের অবদানকে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিৎ এবং স্টেডিয়ামের বিভিন্ন অংশে তা প্রতিফলিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।