ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অশ্বিনের সঙ্গে মজা করছে ভারতীয় বোর্ড’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
‘অশ্বিনের সঙ্গে মজা করছে ভারতীয় বোর্ড’ ‘অশ্বিনের সঙ্গে মজা করছে ভারতীয় বোর্ড’-ছবি:সংগৃহীত

সম্প্রতি সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের বাইরে রাখা হচ্ছে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। বলা হচ্ছে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে পর পর দুটি সিরিজে তাদের না নেওয়াটা শঙ্কার মতোই। বলা হচ্ছে আস্তে আস্তে ছেঁটে ফেলা হচ্ছে তাদের।

এ ব্যাপারে দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার বলেন, ‘দল থেকে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়াকে ‘বিশ্রাম’ বলে চালিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে, সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে দল নির্বাচন দেখেই বোঝা গেছে। সিনিয়র ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের বাদ দেওয়াটা সহজ কথা নয়।

কিন্তু যতক্ষণ না ওদের বলা হচ্ছে যে তোমাদের বাদ দেওয়া হলো, ততক্ষণ ওরা নিজেদের উন্নত করে দলে ফিরে আসার কোনো চেষ্টা দেখাবে না। ’

তিনি আরও বলেন, ‘অশ্বিন এবং জাদেজাকে আবার দলের বাইরে রাখা হয়েছে এবং এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। অশ্বিনের বিশ্রামটা তো স্রেফ ‘একটা মজা’ ছিল। কারণ তখন সে কাউন্টি ক্রিকেটে অন্তত ২০ ওভার করে বোলিং করছিল। যদি নির্বাচকরা মনে করেন ও দলের পক্ষে উপযুক্ত নয়, তাহলে ওকে গিয়ে স্পষ্ট করে সেটা বলা উচিত। দু’মাস আগেও তারা বিশ্ব ক্রিকেটে অন্যতম দুই সেরা বোলার ছিল। কিন্তু নির্বাচকদের চোখে এখন সেরা দুই রয়েছে বলে তো মনে হচ্ছে না। ’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সীমিত ওভারের সিরিজ থেকে বর্তমান নিউজিল্যান্ড সফরে অশ্বিন ও জাদেজাকে বিবেচনা করা হয়নি। তাদের পরিবর্তে তরুণ বোলার হিসেবে দলে খেলছেন যুভেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

এ ব্যাপারে গাভাস্কার আরও যোগ করেন, ‘নির্বাচকদের কাজ অবশ্য এখন পর্যন্ত সন্তোষজনক। অশ্বিন আর জাদেজাকে বাদ দিয়ে ওরা এটাই বোঝাতে চেয়েছে যে, এই দলের কারও স্থান পাকাপাকি নয়। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।