ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

খুদে ভক্তের ভালোবাসায় আপ্লুত তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
খুদে ভক্তের ভালোবাসায় আপ্লুত তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে টাইগার এই ওপেনার হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চিঠি পোস্ট করেছেন। তবে, সেটি তামিমের লেখা নয়, তামিমকে লেখা এক ভক্তের।

আর সেটি যে কোনো খুদে ভক্তের হাতের লেখা তা বুঝতে সমস্যা হয় না। ২০১৬ সালের নভেম্বরের কোনো এক শুক্রবার চিঠিটি লিখেছিল খুদে সেই তামিম ভক্ত।

সেখানে সে তামিমকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করে। সে নিজেও তামিমের মতো ব্যাটসম্যান হতে চায় বলে জানায়। নিজেকে তামিমের বড় ভক্ত বলে জানিয়ে সে বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যানের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছাপোষণ করে।

খুদে সেই তামিম ভক্ত নিজের প্রিয় তারকার সাথে দেখা করে একসাথে দুপুরের খাবার খাওয়ার আমন্ত্রণও করে। পুরো চিঠিটি ইংরেজিতে লেখা। তাদওয়ার ইয়াজদান শায়ান নামের সেই তামিম ভক্ত প্রায় এক বছর পর তার আইডলের ফেসবুকে নিজের লেখা চিঠির পোস্ট দেখে নিশ্চয়ই আনন্দ পাবে। চিঠিটিতে যা লেখা ছিল তার বাংলা করলে অর্থ দাঁড়ায়, ‘প্রিয় তামিম ইকবাল, আমি তাদওয়ার ইয়াজদান শায়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি আপনাকে পছন্দ করি। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি কি আমার বন্ধু হবেন? আমিও আপনার মতো হতে চাই। আমরা কি দেখা করতে পারি এবং এক সাথে দুপুরে খেতে পারি? ভালোবাসা, তাদওয়ার। ’

তামিম তার খুদে ভক্তের সেই চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি মনে করি ক্রিকেট পৃথিবীর সবচেয়ে বড় জিনিস যা সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছেন। আর সম্ভবত সারা দুনিয়াব্যাপি ক্রিকেট ভক্তদের তাদের দেশের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা একই রকম। আমার অসাধারণ ভক্ত, যাদের জন্য আমরা খেলি। '

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।