ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আগে জাতীয় দল, পরে বিপিএল: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আগে জাতীয় দল, পরে বিপিএল: তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ৪ নভেম্বর বিপিএল শুরু হলেও তামিমের দলের খেলা ৫ ও ৭ নভেম্বর। তৃতীয় ম্যাচটি ১২ নভেম্বর। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরা তামিম বিপিএলের প্রথম দুটি ম্যাচে খেলবেন না। প্রথম দুটি ম্যাচ হবে সিলেট পর্বে। ঢাকায় ফিরে ১২ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী।

ঊরুর চোটে পড়ে দেশে ফেরা ড্যাশিং এই ওপেনার মঙ্গলবার (২৪ অক্টোবর) বিসিবিতে এসেছিলেন। চিকিৎসক দেবাশিস চৌধুরীর কাছে কিছু পরামর্শ নিতেই তার মিরপুরে আসা।

সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। সম্পূর্ণ সুস্থ না হয়ে মাঠে নামবেন না বলেই জানিয়েছেন এ ড্যাশিং ওপেনার।

তামিম জানান, ‘দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। তারপর আবার মূল্যায়ন করা হবে। এরপর মাঠে নামবো। নিশ্চিতভাবেই এবারের বিপিএলে অন্তত প্রথম দুটি ম্যাচ খেলতে পারব না। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলব না। খেলা উচিতও হবে না। আর আমি এ কাজ করবোও না। মেডিকেল স্টাফরাও মনে হয় না চাইবে যে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলি। কারণ, আমার কাছে আগে অগ্রাধিকার পাবে জাতীয় দল। তবে, বিপিএল আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। ’

তামিম আরও যোগ করেন, ‘বিপিএলে কতগুলো ম্যাচ মিস করব, এখনই বলাটা একটু দ্রুত হয়ে যায়। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আমার পুরোপুরি সেরে উঠতে হয়তো ততদিন সময় লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে যত দিন লাগবে, তত দিন সময় নেব। তাতে যতগুলো বিপিএল ম্যাচ মিস হোক না কেন, আমি পুরোপুরি সুস্থ হয়েই নামব। ’

২০১৯ বিশ্বকাপ নিয়েও কথা বলেন তামিম, ‘দক্ষিণ আফ্রিকা সফরটি আমাদের বাজে কাটছে। এটা ভুলে গেলে আমাদের উন্নতি হবে না। সেখানে কী ঘাটতি ছিল, সেগুলো বের করতে হবে। ভুলগুলো শুধরে পরিকল্পনা করে এগোতে হবে। আমরা জানি, ২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেখানে খেলাও কঠিন আমাদের জন্য। এসব মাথায় রেখে এগোতে হবে। দক্ষিণ আফ্রিকায় যে সমস্যায় পড়েছি, সেটা থেকে উন্নতি করা দরকার। যদি না করি, তাহলে আমাদেরই সমস্যা বাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।