ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মাঠে-হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিপিএলে মাঠে-হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা বিপিএলে মাঠে-হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা

ঢাকা: টি-২০ ক্রিকেটের জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমন্বয় করে সকল ফ্রাঞ্চাইজিদের কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

খেলা চলাকালে মাঠে সকল ধরনের শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি খেলোয়াড়দের হোটেলগুলোতে বাড়তি নজরদারির কথাও জানিয়েছে পুলিশ।
 
ডিএমপি জানায়, বিপিএল চলাকালে বহিরাগত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হোটেলগুলোতে তাদের রুমে যেতে পারবেন না।

প্রয়োজনে হোটেল লবিতে দেখা করবেন। ওই সময়ে বহিরাগতদের গাড়ি পার্কিং ও ডিজে পার্টি নিষিদ্ধ করে ইতোমধ্যে সব হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
হোটেলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা, আর্চওয়ে, লাগেজ স্ক্যানারসহ মেটাল ডিটেক্টর ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
 
মাঠের শৃঙ্খলা নিশ্চিতের বিষয়ে পুলিশ জানায়, দলের কর্মী বা সমর্থকরা কোনোভাবে মাঠে শোডাউন করতে পারবেন না। টিকিট ছাড়া কেউ যেন স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে, বিসিবিকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সিট প্লানিং অনুসারে দর্শকদের নিজ নিজ আসনে বসতে হবে। নিজ আসন ছাড়া অন্য জায়গায় বসা যাবে না।
 
বুধবার (২৫ আগস্ট) ডিএমপি সদর দফতরে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ডিএমপি’র কমিশনার মো. আছাদু্জ্জামান মিয়া বলেন, টিকিট কালোবাজারি ঠেকাতে ডিবি ও পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। খেলা ও অনুশীলনের আগে গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) সদস্যরা ভেন্যু সুইপিং করবেন।
 
বিসিবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, পর্যাপ্ত ছেলে ও মেয়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। অগ্নিনির্বাপণে হোটেল ও ভেন্যুতে পর্যাপ্ত ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স রাখতে হবে। সকল ক্ষেত্রে আইসিসি’র নিয়ম-কানুন মেনে চলতে হবে।
 
সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিসিবি, টিম ফ্রাঞ্চাইজি এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার সকলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।
 
আগামী ০৪ নভেম্বর বিপিএল শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তিন পর্বে অনুষ্ঠিত এ লিগের ০৪ নভেম্বর থেকে ০৮ নভেম্বর পর্যন্ত খেলা চলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলবে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। সর্বশেষ ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলবে ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর এবং ০২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

১২ ডিসেম্বর ঢাকায় ফাইনাল ম্যাচের মাধ্যমে বিপিএল-২০১৭ আসরের পর্দা নামবে। রিজার্ভ ডে হিসেবে ১৩ ডিসেম্বর রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
পিএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।