ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ সমতায় ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সিরিজ সমতায় ভারত ছবি:সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিতে ১-১ ব্যবধানে সমতা আনেলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ছয় উইকেটের জয় পায় স্বাগতিকরা। প্রথমে ব্যাট করা কিউইরা নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৩০ রান করে। জবাবে ৪৬ ওভার চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

পুনেতে ভারতে জয়ে হাফসেঞ্চুরি করে দুর্দান্ত ভূমিকা রাখেন ওপেনার শিখর ধাওয়ান (৬৮) ও দিনেশ কার্তিক (৬৪)। জয় নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কার্তিক ও মাহেন্দ্র সিং ধোনি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। হেনরি নিকোলসের ব্যাট থেকে সর্বোচ্চ ৪২ রান আসে।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান পেসার ভুবেনশ্বর কুমার। আর আরেক পেসার জসপ্রিত বুমরাহ দুটি উইকেট তুলে নেন। সমান দুটি উইকেট পান স্পিনার যুভেন্দ্র চাহাল।

ম্যাচ সেরা হন পেসার ভুবেনশ্বর কুমার।

আগামী ২৯ অক্টোবর কানপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।