ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের ‘যুদ্ধের’ ডাকে ব্রডের ‘না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ওয়ার্নারের ‘যুদ্ধের’ ডাকে ব্রডের ‘না’ ছবি:সংগৃহীত

অ্যাশেজ সিরিজ মানেই বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রিকেট লড়াই। আর এ লড়াইয়ে মাঠের ক্রিকেট থেকে মাঝে মধ্যে কথার লড়াইটাই বড় হয়ে ওঠে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী মাস থেকেই। যেখানে ইতোমধ্যে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার সিরিজে ‘যুদ্ধ’ ও ‘ঘৃণা’ থাকবে বলে জানিয়েছেন।

ওয়ার্নারের এমন মন্তব্যে অবশ্য আপত্তি জানিয়েছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জো রুটের নেতৃত্বে ইংলিশ দল।

কিছুদিন আগে ওয়ার্নার জানান, ঘৃণা ও যুদ্ধ মনোভাব নিয়ে আসছে সিরিজ জিততে চান তিনি। তার কথায় উঠে আসে স্লেজিং ও পুরোনো দিনের ভয়ঙ্কর ক্রিকেটের নমুনা। তবে মাঠের ক্রিকেটে নিজেকে ঠান্ডা রাখতে চান প্রতিপক্ষের তারকা ব্রড।

এক সাক্ষাতকারে ব্রড বলেন, ‘আমি মনে করি না তাদের ঘৃণা করতে হবে। এটা ক্রিকেট খেলা, কোনো যুদ্ধ না’

এর আগে ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে এক বাজে ঘটনায় সমালোচিত হয়েছিলেন ওয়ার্নার। নিজের রাগকে আটকাতে না পেরে বর্তমান ইংলিশ অধিনায়ক রুটকে ঘুসি মেরেছিলেন তিনি।

অ্যাশেজের বর্তমান শিরোপার মালিক ইংল্যান্ড। ফলে ট্রফি ধরে রাখতে চাইবে সফরকারীরা। অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।