পরবর্তীতে ক্যারিবীয় গ্রেটকে নিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানী প্রত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ ও দ্য ক্যানবেরা টাইমস নিয়মিত প্রতিবেদন লেখে। পরে এমন ঘটনায় বিব্রতবোধ করায় নিউসাউথওয়েলসের সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেন গেইল।
মামলার শুনানিতে সেই ম্যাসেজ থেরাপিস্ট লিনে রাসেল জানান, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে গেইল তার সঙ্গে অশালীন আচরণ করেন। তার পরনের তোয়ালে খুলে গোপনাঙ্গ প্রর্দশন করেন।
এদিকে গেইলের দীর্ঘ দিনের বন্ধু ও যুক্তরাজ্যভিত্তিক ক্রিকেট কোচ ডোনোভেন মিলার ক্যারিবীয় তারকার পাশে এসে দাঁড়ান। তিনি জানান ফেয়ারফ্যাক্সের প্রতিবেদনের পর গেইল খুবই সংযত ও ভীত হয়ে পড়েন। বিশেষ করে নারীদের সামনে। মিলার বলেন, ‘এ ঘটনাটি তার জীবনে বাজে প্রভাব ফেলেছে। তুমি তার চোখের দিকে তাকালে বুঝবে, সে খুবই কষ্ট পেয়েছে। ’
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমএমএস