কক্সবাজারে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ম্যাচে নামার আগে সিরিজে ৩-০ তে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। তবে, ফর্মে থাকা আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। তিন নম্বরে নামা বাংলাদেশের দলপতি নাজমুল শান্ত করেন ২৬ রান।
চার নম্বরে নামা ইয়াসির আলির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১০২ রান। ১০১ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় ইয়াসির তার দুর্দান্ত ইনিংসটি সাজিয়ে অপরাজিত থাকেন। আল আমি করেন ২০ রান। ২৬ রানের ইনিংস খেলে তানভীর হায়দার বিদায় নেন। জাকির হাসানের ব্যাট থেকে আসে ১৩ রান।
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৩ উইকেটে হারায় আইরিশদের। তৃতীয় ম্যাচে টাইগারদের জয়টি ৮ উইকেটের ব্যবধানে। চতুর্থ ম্যাচটি ২০ ওভারে নির্ধারণ করা হয়। আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭১ রানের টার্গেট ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি