ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আবার ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠবেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আবার ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠবেন মোস্তাফিজ ছবি: সংগৃহীত

ইনজুরি জয় করে আবার স্বরূপে ফিরবেন কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক একটি ডেলিভারিতে ব্যাটসম্যানদের অন্তরাত্মা কাঁপিয়ে দেবেন, উইকেটের পসরা সাজিয়ে সরল হাসিতে মৃদু হাত তুলে আলিঙ্গন করবেন সতীর্থদের।

ভাবনাগুলো আমার, কিংবা কোনো ক্রিকেট বোদ্ধার নয়। আইপিএলে মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ টম মুডির।

যিনি এবার বিপিএলের দল রংপুর রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মুডি বিশ্বাস করেন, অভিষেকের পর দেশের হয়ে বিভিন্ন সিরিজে এবং আইপিএলের প্রথম আসরে মোস্তাফিজের চোখ ধাঁধানো পারফরমেন্স আবার ঠিকই দেখা যাবে, ‘আমার মনে হয় সে আবার টপ ফর্মে ফিরবে। অভিষেকের প্রথম বছর দেশের হয়ে সিরিজে ও আইপিএলে ওর বোলিং দারুণ প্রভাব বিস্তার করেছিল। সে দলের জন্য হয়ে উঠেছিল ‘এক্স ফ্যাক্টর। ’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে আইপিএল শিষ্য ফিজকে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন রংপুর রাইডার্স কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেস অলরাউন্ডার টম মুডি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পুরো এক বছর বল হাতে বিস্ময়ের সৃষ্টি করে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। কিন্তু, এক বছর যেতে না যেতেই ইনজুরি পেয়ে বসলো তাকে। গত বছর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে প্রথমবারের মতো বড় ধরনের ইনজুরিকে আলিঙ্গন করেন ‘দ্য ফিজ’। অস্ত্রোপচার করে চার মাসেরও বেশি সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে।

সেই ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই আবার গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড সফরে গিয়ে কোমরে ব্যথা পেয়ে সিরিজ থেকে ছিটকে যান। এবার তৃতীয় দফায় ইনজুরিতে পড়লেন, দ. আফ্রিকা সফরে গিয়ে।

টম মুডির মতে, কাঁধের প্রথম ইনজুরির পর মোস্তাফিজ যেভাবে ফিরেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার, ‘মোস্তাফিজ প্রসঙ্গে একটি কথা আমাদের সকলকেই স্বীকার করতে হবে যে দ. আফ্রিকায় সিরিজের এক বড় অংশ না খেলেই সে ইনজুরি নিয়ে দেশে ফিরেছে। এর আগে সে কাঁধের ইনজুরিতে পড়েছিল। কাঁধের ইনজুরিটি এমনই যেখান থেকে ফিরতে পেসারদের লম্বা সময় লাগে। কিন্তু তারপরেও তাকে দেখে মনে হচ্ছিলো সে খুব দ্রুতই রিকভার করেছে। ’

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।