ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে এগিয়ে যাওয়ার লড়াইয়ে চার দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
মিরপুরে এগিয়ে যাওয়ার লড়াইয়ে চার দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সিলেট পর্ব শেষে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের রানার-আপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স।

সিলেট পর্বে ২টি ম্যাচ খেললেও, জয়ের স্বাদ পায়নি ড্যারেন স্যামি-মুশফিক-মোস্তাফিজদের রাজশাহী। আর ২ ম্যাচের ১টিতে জয় তুলে নেয় মাশরাফি-নাফিস-গেইলদের রংপুর।

ইনজুরির কারণে আগের দুটি ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। আর রাইডার্স শিবিরে যোগ দেননি গেইল।

এবারের টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজশাহী ও রংপুর। ঢাকা পর্বের প্রথম ম্যাচেও তাদের লড়াই। প্রথম দেখায় রাজশাহীকে ৬ উইকেটে হারায় রংপুর। প্রথমে ব্যাট করা রাজশাহীর ১৫৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রংপুর।

এদিকে, শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন সাকিব-সাঙ্গাকারাদের ঢাকা ডায়নামাইটস। তাদের প্রতিপক্ষ এবারের আসরে টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে হারের স্বাদ নেওয়া নাসির-সাব্বিরদের সিলেট সিক্সার্স।

নিজেদের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা সিলেটের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হার মানে। তবে, দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ডায়নামাইটস। ২০০ প্লাস স্কোর গড়ে খুলনা টাইটান্সকে হারায় ৬৫ রানের ব্যবধানে। দলে যোগ দিয়েছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দলে আছেন সুনীল নারাইন, কাইরন পোলার্ড, এভিন লুইসরা। তবে, টানা তিন ম্যাচে জয়ের পর সবশেষ ম্যাচে খুলনার কাছে ৬ উইকেটে হেরে যাওয়া সিলেট জয়ে ফিরতে লড়াই করবে।

** নতুন সময়ে বিপিএলের ঢাকা পর্বের সূচি

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।