ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজে ইংল্যান্ড দলে কুরান-গার্টন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
অ্যাশেজে ইংল্যান্ড দলে কুরান-গার্টন টম কুরান-ছবি:সংগৃহীত

আর ক’দিন পরেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এবারের সিরিজের অস্ট্রেলিয়ায় সফর করছে ইংল্যান্ড। এমনিতেই অজিদের ঘরের মাঠে খেলা, অন্যদিকে চোট ও ইনজুরি নিয়ে ইংল্যান্ড দল সময় পার করছে। ইতোমধ্যে দলে থাকা দুই পেসারকে হারাতে হলো।

ব্রিস্টলে হাতাহাতি করে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস অ্যাশেজের দল থেকে আগেই বাদ পরেছিলেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন পেসার স্টিভেন ফিন।

কিন্তু অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে পড়েন তিনি। ফিনে বদলে ইংল্যান্ড দলে ডাক এবার ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুত বোলিং অলরাউন্ডার টম কুরান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট ও বল হাতে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন কুরান। ইংল্যান্ড দলের হয়ে এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী এই ডান হাতি পেস বোলারের।
 
এদিকে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পান ইংলিশদের আরেক পেসার জ্যাক বল। পরে জানা যায় ইনজুরিতে পড়েছেন তিনি। তার পরিবর্তে বাম হাতি পেস বোলার জর্জ গার্টনকে অ্যাশেজ দলে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড। ক্যারিয়ারে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি।

আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।