আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করে ওয়াসিম জানান, ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু না হওয়ায় পেছনে সরাসরি আইসিসেই দায়ী। সুইং অব সুলতান খ্যাত পাক সাবেক পেসার বলেন, ‘বিসিসিআইকে রাজি করাতে পারছে না আইসিসি।
ওয়াসিমের মতে ২২ গজে ভারত–পাক লড়াই অ্যাশেজের উন্মাদনাকেও পেছনে ফেলবে। তিনি আরও বলেন, ‘অ্যাশেজ সিরিজের চেয়েও বেশি উত্তেজনা থাকে ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচে। অ্যাশেজ সিরিজে যা দর্শক হয়, তার কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত থাকে ভারত–পাক ম্যাচে। ’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি ২০১৪ সালে বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল ২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে দু’দেশ ৬ টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কিন্তু সীমান্তে অশান্তির জন্য পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নয় ভারত।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস