ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফিরতে মরিয়া রংপুর ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জয়ে ফিরতে মরিয়া রংপুর ব্যাটিংয়ে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষে ঢাকায় আবারও ক্রিকেট ফিরেছে। যেখানে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফি বিন মর্তুজার দল।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১১ নভেম্বর) বেলা একটায় মাঠে নামে দু’দল।

সিলেট পর্বে রংপুর ও রাজশাহী আরও একবার মুখোমুখি হয়েছিলো।

আর সে ম্যাচে দুর্দান্ত খেলে ছয় উইকেটের জয় তুলে নেয় নাফিস-বোপারারা। কিন্তু চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে বসে মাশরাফিরা। ফলে এ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া রংপুর।

অন্যদিকে সিলেটে দুই ম্যাচ খেলে কোনোটিতেই জয় পায়নি রাজশাহী। টুর্নামেন্টে সাত দলের মধ্যে ড্যারেন স্যামিদের অবস্থান সবার শেষে। তাই এ ম্যাচে তারাও জয়ের বিকল্প কিছু চিন্তা করবে না।

রংপুর রাইডার্স: জনসন চার্লস, অ্যাডাম লিথ, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, শাহরিয়ার নাফিস, থিসারা পেরেরা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, লাসিথ মালিঙ্গা, নাজমুল ইসলাম।

রাজশাহী কিংস: লেন্ডল সিমন্স, মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), নিহাদুজ্জামান, জেমস ফ্রাঙ্কলিন, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, মেহেদি হাসান, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।