ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় দিয়ে মিশন শুরু টাইগার যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জয় দিয়ে মিশন শুরু টাইগার যুবাদের ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগাররা নেপাল যুবাদের ২ উইকেটে হারিয়ে নিজেদের এশিয়া কাপের মিশন শুরু করলো।

আগে ব্যাট করা নেপাল ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। এরপর বুষ্টি নামলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ১৮১ রান।

সহজ জয় তাই কঠিন হয়ে পড়ে টাইগারদের জন্য। তবে, কঠিন হলেও বাংলাদেশ যুবাদের আটকে রাখতে পারেনি নেপালিরা। ৩৯.৫ ওভারে জয় তুলে নেয় সাইফ হাসানের দলটি।

নেপালের ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন ভিম শারকি। ৪০ রান আসে রোহিত কুমারের ব্যাট থেকে। ৩০ রান করেন আসিফ শেখ। বাংলাদেশের নাঈম হাসান ৯ ওভারে ৩৩ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, কাজী অনিক, আফিফ হোসেন ধ্রুব।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার পিনাক ঘোষ ২৪ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার নাঈম শেখ করেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান। দলপতি সাইফের ব্যাট থেকে আসে ১২ রান। ১৫ রান করেন তৌহিদ রিদয়। আফিফ ৩৯ বলে ৩৩ রান করে রানআউট হন। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২০ বলে ২৩ রান। ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

আগামী ১৩ নভেম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।