ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টানা জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টানা জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে চিটাগং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। এরই ধারাবাহিকতায় রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে মিসবাহ-উল-হকের চিটাগং।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় মাঠে নামে চিটাগং ও খুলনা।

এর আগে সিলেটে বিপিএলের প্রথম পর্বে চিটাগং ও খুলনা দুটি করে ম্যাচ খেলেছিলো।

আর দুটি দলই এক ম্যাচে জয় ও অপর ম্যাচে হার দেখেছে। তবে মজার কথা নিজেদের শেষ ম্যাচে দু’দলই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে।

সাত দলের মধ্যে এই মুহূর্তে চিটাগংয়ের অবস্থান তিনে। তবে তলানিতে অবস্থান করছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খুলনা।

চিটাগাং ভাইকিংস-সৌম্য সরকার , এনামুল হক বিজয়, মিসবাহ-উল-হক, লুক রঞ্চি, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, তানভির হায়দার , শুভাশিস রায়, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লুইস রিস।

খুলনা টাইটান্স-মাহমুদউল্লাহ রিয়াদ, রিলো রুশো, জোফরা আর্চার, চাদউইক ওয়ালটন, কার্লোস ব্র্যাথওয়েট, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, মাইকেল ক্লিঙ্গার, আরিফুল হক।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।