ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন পুজারা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন পুজারা! টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন পুজারা!-ছবি:সংগৃহীত

এক টেস্টের পাঁচ দিনই কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে, এটাকে সৌভাগ্যই বলা যায়। তেমনই ভাগ্য হলো ভারতের ব্যাটসম্যান চেতশ্বর পুজারার কপালে। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ দিন ব্যাট হাতে উইকেটে নেমেছিলেন তিনি!

ইডেন গার্ডেনসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে খেলছে ভারত ও শ্রীলঙ্কা। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে পুজারা দিন শেষে ৮ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনও বৃষ্টির হানা অব্যাহত থাকে। এদিন ৪৭ রানে আউট না হয়ে ফের মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের তৃতীয় দিন ৫২ রানে বিদায় নেন তিনি। চতুর্থ দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। এবারও দিন শেষে ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী পুজারা। আর ম্যাচের শেষ দিন ২২ রানে আউট হন তিনি।

ক্রিকেট ইতিহাসে অবশ্য পাঁচ দিনেই কোনো ব্যাটসম্যানের ব্যাটিং করার রেকর্ড এটিই প্রথম নয়। পুজারার আগে বিশ্বে মোট ৮ ব্যাটসম্যান পাঁচ দিন ব্যাটিং করেছেন। আর ভারতের হয়ে পুজারা তৃতীয়। তবে মজার কথা ভারতের সবাই এই ইডেনেই রেকর্ডে নাম লিখিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।