ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফিরলো রংপুর, সিলেটের টানা হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জয়ে ফিরলো রংপুর, সিলেটের টানা হার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান বিপিএলের ২২তম ম্যাচে মাঠের লড়াইয়ে নামে সিলেট সিক্সার্স এবং রংপুর রাইডার্স। সিলেটকে ৭ রানে হারিয়ে টানা তিন ম্যাচ হারের পর জয়ে ফিরলো মাশরাফি-গেইল-ম্যাককালামের রংপুর। প্রথম তিন ম্যাচ জেতা সিলেট (পরিত্যক্ত ১ ম্যাচ) টানা চার ম্যাচ হারলো। সবচেয়ে কম ৫ ম্যাচ খেলে পাঁচে উঠলো রংপুর।

১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তামিমের কুমিল্লা। দ্বিতীয় স্থানে ৯ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমটস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট দলপতি নাসির হোসেন। আগে ব্যাট করা রংপুর নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। জবাবে, নাসির-সাব্বিরের শতরানের জুটিতেও জয় পায়নি সিলেট। ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৬২ রানে থামে সিলেট।

সোমবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল। ব্যাটিংয়ে নেমে রংপুরের ওপেনিং জুটি গেইল-ম্যাককালাম তুলে নেন ৮০ রান (৮.৪ ওভার)। ম্যাককালাম ২১ বলে তিনটি করে চার ও ছক্কায় করেন ৩৩ রান। ক্রিস গেইল আউট হওয়ার আগে করেন ৫০ রান। তার ৩৯ বলের ইনিংসে ছিল দুটি চার আর পাঁচটি ছক্কার মার। শাহরিয়ার নাফিস করেন ৮ রান।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ২১ বলে করেন ২৫ রান। ১২ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন থিসারা পেরেরা। রবি বোপারা শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেন ১২ বলে ২৮ রান।

সিলেটের দলপতি নাসির হোসেন ৪ ওভারে ২৭ রান খরচায় তুলে নেন একটি উইকেট। আবুল হাসান ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। টিম ব্রেসনান ৪ ওভারে ৪৯ রান খরচায় তুলে নেন একটি উইকেট।

১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার দানুসকা গুনাথিলাকা ৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার করেন ১২ রান। তিন নম্বরে নামা পাকিস্তানি তারকা বাবর আজম ২ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৫ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএরপরই ঘুরে দাঁড়ান সিলেট দলপতি নাসির আর আইকন সাব্বির। তাদের দুর্দান্ত জুটিতেই জয়ের পথে থাকে সিলেট। দলীয় ১৪২ রানের মাথায় বিদায় নেন সাব্বির। সাব্বির ৪৯ বলে ৭টি চার আর ২টি ছক্কায় করেন ৭০ রান। নাসির ৪৩ বলে ১টি চার আর ১টি ছক্কায় করেন অপরাজিত ৫০ রান।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। সোহাগ গাজী ১ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। রুবেল হোসেন ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। থিসারা পেরেরা ৪ ওভারে ৪৩ রান দিয়ে পান ১টি উইকেট। বোপারা-জহির খান-জিয়াউর রহমানরা কোনো উইকেট পাননি।

সিলেট নিজেদের মাঠে ভালো শুরু করলেও পরে হারের বৃত্তে ছিল। ৮ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৭ পয়েন্ট অর্জন করলো নাসির-সাব্বিররা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর টানা ৩ ম্যাচ হারা মাশরাফির নেতৃত্বে থাকা রংপুর জয়ে ফিরলো। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট দলটির। চলতি আসরে সিলেট ও রংপুর প্রথমবার মাঠে নামে।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে সোমবার (২০ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকাকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে টানা ৫ জয় তুলে নেওয়া তামিমের কুমিল্লা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। ব্যাট হাতে ঝড় তুলে ঢাকার ওপেনার সুনীল নারাইন করেন ৭৬ রান আর বল হাতে কুমিল্লার পাকিস্তানি পেসার হাসান আলি তাণ্ডব চালিয়ে ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেন। ১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। কুমিল্লাকে জেতাতে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমরংপুর রাইডার্স: ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, জিয়াউর রহমান, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, মাশরাফি (অধিনায়ক), থিসারা পেরেরা, সোহাগ গাজী, রুবেল হোসেন, জহির খান।

সিলেট সিক্সার্স: বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, টিম ব্রেসনান, লিয়াম প্লাংকেট, শুভাগত হোম, আবুল হাসান, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।