ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো ডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
শুরু হলো ডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো ডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

আবার জাঁমজমকভাবে শুরু হলো ন্যাশনাল ইন্টার-ডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের আয়োজক মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল।

বাংলাদেশের ১৪টি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ১৪টি দল এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এই টুর্নামেন্টের পর্দা উঠেছে।

মেন্ডি ডেন্টাল কলেজ মাঠে এই পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। গত ১৬ নভেম্বর এ প্রতিযোগিতার লোগো উন্মোচন, দল পরিচিতি ও এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবুল কাসেম, মহাসচিব ডা. হুমায়ন কবির বুলবুল, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবুল কালাম বেপারীসহ অন্যান্য ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।