ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘স্টোকসের আচরণ খাটো করেছে ‍অনেককে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
‘স্টোকসের আচরণ খাটো করেছে ‍অনেককে’ ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ব্রিস্টলের আচরণে অনেকেই খাটো হয়েছেন, এমনটি বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে অ্যাশেজে যদি স্টোকস খেলতেন, তবে ওয়ার্নার খুশিই হতেন।

গত ২৫ সেপ্টেম্বর নিজ দেশের ব্রিস্টলে এক নাইটক্লাবের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্টোকস। পরে তাকে স্থানীয় পুলিশ গ্রেফতার করে তদন্তের স্বার্থে ছেড়ে দেন।

যার ফলে তাকে ঐতিহ্যবাহী অ্যাশেজে ইংলিশ দলেও নেওয়া হয়নি।

ওয়ার্নার বলেন, ‘আমি মনে করি এ কারণে ইংল্যান্ড দল ও দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। স্টোকসের আচরণ অনেককেই খাটো করেছে। আমি আসলে তার এখানে (অস্ট্রেলিয়া) থাকাটা পছন্দ করতাম, কারণ আমি জানি মাঠে সে কি দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী ‍এবং সে একজন বিশ্বমানের খেলোয়াড়। ’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ‍দু’দল। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ২৯ বছর ধরে অপরাজিত স্বাগতিক অজিরা। সবশেষ ১৯৮৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের স্বাদ পেয়েছিল দলটি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।