ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের বিশ্রাম চান কপিল দেব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
কোহলিদের বিশ্রাম চান কপিল দেব ছবি:সংগৃহীত

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম চেয়েও পাচ্ছেন না। তাকে দেশটির নির্বাচকরা কোনো সিরিজেই ছুটি দিতে চান না। আর এ নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এবার ক্রিকেটারদের পক্ষে কথা বললেন স্বয়ং কপিল দেব।

কপিলের মতে, আজকের দিনে ক্রিকেটারদের অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। সে কারণেই তাদের প্রয়োজন হলে তারা বিশ্রাম নিতে পারেন।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘ওরা যদি টানা খেলতে না চায় তা হলে ব্রেক নিতেই পারে। ওরা পেশাদার। আপনি যদি একজন পেশাদার সাংবাদিক হন ও আপনি যদি লিখতে না পারেন তা হলে অন্য কেউ লিখে দেবে। আর আপনি যদি পেশাদার না হন, মনের আনন্দে কাজ করেন তা হলে বিষয়টা অন্য। ’

কপিল আজকের দিনে ক্রিকেট খেলাটাকে পেশার সঙ্গেই তুলনা করেছেন। তার মতে পেশাদাররা যে কোনো সময় বলতে পারেন, তারা খেলবেন কি না। কপিল বলেন, ‘আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। যদি ক্রিকেটাররা বলে অনেক বেশি খেলা হয়ে যাচ্ছে তা হলেই অবশ্যই সেটা সত্যি। আমি জানি না। আমি তাদের সঙ্গে ঘুরি না। তাদের হয়ে আমার আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। ’ 

কিংবদন্তি এ তারকা যদিও সব কিছুকে ছাপিয়ে ভারতীয় দলের প্রশংসাই করে বলেন, ‘ওরা অসাধারণ। মুহূর্তেই তারা খুব ভালো দল। গত ১০-১৫ বছর ধরেই ভারতীয় দল খুব ভাল করছে। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।