ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিচ ক্রিকেট উৎসবে তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিচ ক্রিকেট উৎসবে তামিম-মুশফিকরা ছবি:সংগৃহীত

তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার সৌভাগ্য হলো ৮০ জন ভক্তের। যেখানে ছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমের মতো দেশ সেরা ক্রিকেটাররা। সারা দেশ থেকে বাছাই করা ভক্তদের সাথে কক্সবাজারের সমুদ্র পাড়ে বিচ ক্রিকেট উৎসবে মাতেন জাতীয় দলের পাঁচ জন তারকা ক্রিকেটার।

বিপিএলে ঢাকা দ্বিতীয় পর্ব শেষে দু’দিনের বিরতি রয়েছে। তৃতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ায় কক্সবাজারে আয়োজন করা হয় এ ম্যাচটি।

এতে অংশ নেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী ভক্ত-দর্শকদের তারকা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াতসহ থাকা-খাওয়ার সকল ব্যয় বহন করেছে প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে দুটি বিচ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল লাইভ টেকনোলজি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।