ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ও ঢাকায় দুই পর্বের পর আসরটি বর্তমানে চট্টগ্রামে। শুক্রবার (২৪ নভেম্বর) তৃতীয় পর্বের এ খেলা মাঠে গড়াবে চট্টগ্রামে। যা শেষ হবে ২৯ নভেম্বর।

চট্টগ্রামে পাঁচ দিনে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

‘হোম ভেন্যু’ হওয়ায় সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে চিটাগং ভাইকিংস।

প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। প্রথমটি শুরু হবে দুপুর একটায়, আর দ্বিতীয়টি সন্ধ্যা ছয়টা থেকে। তবে শুক্রবারের ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে যাবে।

বিপিএলে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডায়নামাইটস আছে দ্বিতীয় স্থানে। খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। রংপুর রাইডার্সের অবস্থান পঞ্চম। ষষ্ঠ ও সপ্তম স্থানে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস।

নিচে পাঠকদের জন্য চট্টগ্রাম পর্বের সূচি দেওয়া হলো:
ছবি:সংগৃহীত বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।