ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ের শীর্ষেই সাকিব-স্মিথ-অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
র‌্যাংকিংয়ের শীর্ষেই সাকিব-স্মিথ-অ্যান্ডারসন সাকিব, স্মিথ ও অ্যান্ডারসন / ছবি: সংগৃহীত

টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থান আরও সুদৃঢ় করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। এর পরের চারটি অবস্থান আলাদা করেছে মাত্র ১১ পয়েন্ট। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ব্রিসবেন টেস্ট ও নাগপুরে ভারত-শ্রীলঙ্কা টেস্ট শেষে আইসিসির প্রকাশিত খেলোয়াড়দের র‌্যাংকিংয়ে এমন চিত্রই দেখা যাচ্ছে।

বোলার ও অলরাউন্ডার তালিকার নাম্বার ওয়ান পজিশনও অপরিবর্তিত। যথাক্রমে ইংলিশ পেস আইকন জেমস অ্যান্ডারসন ও বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন সাকিব আল হাসান সেরার আসনেই রয়েছেন।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই ১০ উইকেটে হারের লজ্জায় ডোবে সফরকারী ইংল্যান্ড। অসাধারণ ব্যাটিংয়ে ১৪১ রানের অপরাজিত ইনিংসে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন স্মিথ। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ছুঁয়েছেন তিনি। ৯৪১। টেস্টের ব্যাটিং ইতিহাসে যা পিটার মের সঙ্গে যৌথভাবে পঞ্চম সেরা। সামনে কেবল স্যার ডন ব্র্যাডম্যান (৯৬১), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস (৯৪২) ও রিকি পন্টিং (৯৪২)।

দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে ফেরা ভারতের চেতশ্বর পুজারার নামের পাশেও ক্যারিয়ার সেরা পয়েন্ট শোভা পাচ্ছে। ৮৮৮। লঙ্কানদের ইনিংস ও ২৩৯ রানে হারানোর ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচ নম্বরে থাকা অধিনায়ক বিরাট কোহলির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে পুজারা। দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ৮১৭ থেকে ৮৭৭ পয়েন্টে কোহলি।

এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে তিনে ইংলিশ ক্যাপ্টেন জো রুট (৮৮১) ও চারে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৮০)। ছয়ে থাকা ডেভিড ওয়ার্নার কোহলির চেয়ে ৫১ পয়েন্ট পিছিয়ে। ব্রিসবেন ও নাগপুর টেস্ট শুরুর আগে রুটের চেয়ে ৪৭ পয়েন্টে এগিয়ে থাকা স্মিথ এখন পুজারার সঙ্গে ৫৩ পয়েন্টের লিড নিয়েছেন।

চার সেঞ্চুরির ইনিংসে অপর দুই সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ৮ ধাপ এগিয়ে ২৮তম ও রোহিত শর্মা ৭ ধাপ উন্নতিতে ৪৬তম অবস্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে পাঁচ উইকেট নেওয়া রবিন্দ্র জাদেজা (৮৮০) এক ধাপ এগিয়ে দ্বিতীয় পজিশন পুনরুদ্ধার করেছেন। ১১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানধারী অ্যান্ডারসন।

তিন ধাপ উন্নতিতে শীর্ষ দশে ফিরেছেন মিচেল স্টার্ক। দলকে দাপুটে জয় এনে দিতে ৬ উইকেট শিকারে কার্যকরী ভূমিকা রাখেন অজি পেস সেনসেশন। এক ধাপ অবনমনে ১১ নম্বরে নেমে গেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

টেস্ট ইতিহাসে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়া রবিচন্দ্রন অশ্বিন চতুর্থ স্থান ধরে রেখেছেন। আট উইকেট নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে সংগ্রহ দাঁড়িয়েছে ৮৪৯। ব্রিসবেন মাত্র দুই উইকেট নিয়ে পাঁচ পয়েন্ট হারানো অ্যান্ডারসনের চেয়ে ৪২ পয়েন্ট পিছিয়ে ভারতীয় অফস্পিনার।

অন্য বোলারদের মধ্যে উন্নতি করেছেন ভারতের ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা। এক ধাপ করে এগিয়ে অবস্থান যথাক্রমে ২৮ ও ৩০তম। ছয় থাপ এগিয়ে ৪৫তম পজিশনে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। সাকিবের নেতৃত্বে অলরাউন্ডার তালিকায় তৃতীয় অবস্থানে ফিরেছেন অশ্বিন।

১ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরদিন অ্যাডিলেডে অ্যাশেজের ডে-নাইট টেস্ট ও দিল্লিতে সিরিজ নির্ধারণী (কলকাতায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র) তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে টিম র‌্যাংকিং তুলে ধরেছে আইসিসি।

টেস্ট টিম র‌্যাংকিং: ভারত (১২৫), দক্ষিণ আফ্রিকা (১১১), ইংল্যান্ড (১০৫), নিউজিল্যান্ড (৯৭), অস্ট্রেলিয়া (৯৭), শ্রীলঙ্কা (৯৪), পাকিস্তান (৮৮), ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৭২), জিম্বাবুয়ে (০২)।

শীর্ষ দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, চেতশ্বর পুজারা, জো রুট, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, আজহার আলী, লোকেশ রাহুল, ডিন এলগার।

শীর্ষ দশ বোলার: জেমস অ্যান্ডারসন, রবিন্দ্র জাদেজা, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জশ হ্যাজলউড, নাথান লায়ন, ডেল স্টেইন, নেইল ওয়াগনার, মিচেল স্টার্ক।

সেরা পাঁচ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস, মঈন অালী।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।