২ বল ও চার উইকেট হাতে রেখে ১৭৪ রানের লক্ষ্য টপকে যায় রংপুর। মাশরাফি ১০ বলে ২ ছক্কায় ১৭ ও উইনিং শটে চার মেরে ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম।
এবারের আসরে প্রথম তিন ম্যাচ জেতার পরই সিলেটের ছন্দপতনের শুরু। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হারের বৃত্তে নাসির-সাব্বিরের টিম। মাঝে বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচ থেকে ১ পয়েন্ট পায় তারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের দু’টিতে জয় তুলে নিল মাশরাফির দল। খুলনা টাইটান্সের কাছে হারের পর স্বাগতিক চিটাগং ভাইকিংস ও সিলেটের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সাফল্যে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটা আরও সুদৃঢ় করলো টম মুডির শিষ্যরা।
১৮তম ওভারে রবি বোপারার (২৪ বলে ৩৩) রানআউটে জয়ে চোখ রাখে সিক্সার্স। কিন্তু ক্রিজে রংপুরের শেষ ভরসা হয়ে ছিলেন মাশরাফি। তাকে যোগ্য সঙ্গ দেন নাহিদুল। দু’জনের ব্যাটে চড়ে সিলেটকে হতাশায় ডুবিয়ে জয়োল্লাসে মাতে রংপুর শিবির।
ব্রেন্ডন ম্যাককালামের জায়গায় ওপেনিংয়ে নেমে ১৮ বলে ৩৬ রানের ইনিংস উপহার দেন জিয়াউর রহমান। ক্রিস গেইলের (৫) ব্যাট হাসেনি আজ। ওয়ানডাউনে রানের দেখা পান আগের ম্যাচগুলোতে নামের সুবিচার করতে না পারা ম্যাককালাম। ঝড়ো ইনিংস না হলেও ৪৩ রান (৩৮ বল) করে অবদান রাখেন। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১৮। বোপারার আগে রানআউটের শিকার হন সামউল্লাহ শেনওয়ারি (০)। একটি করে উইকেট নেন সোহেল তানভীর, নাবিল সামাদ, টিম ব্রেসনান ও আবুল হাসান।
এর আগে টস জিতে নাসির-সাব্বিরদের ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সিক্সার্স।
সর্বোচ্চ ৫৪ রান করে রানআউটের ফাঁদে পড়েন বাবর আজম। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৪। ওপেনার আন্দ্রে ফ্লেচার ২৬ ও নুরুল হাসান ৫ রানে সাজঘরে ফেরেন। ওয়ানডাউনে নেমে মাত্র ৪ রানে বিদায় নেন ক্যাপ্টেন নাসির হোসেন। শেষদিকে রস হোয়াইটনি ১১ বলে ১৭ ও টিম ব্রেসনান ৫ বলে ১৬ রানের ছোটখাট ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
চার ওভারে ১৮ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। ৩৯ রানের বিনিময়ে অন্য উইকেটটি নেন মাশরাফি। ৪৫ রানের খরুচে বোলিং করেন লাসিথ মালিঙ্গা। দুই ওভারে ২৬ রান দেন রুবেল হোসেন।
৯ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১০ পয়েন্ট রংপুরের। দুই ম্যাচ কম খেলে রান রেটে এগিয়ে কুমিল্লা। পাঁচ নম্বরে থাকা সিলেটের সংগ্রহ ১০ ম্যাচে ৭। সাত দলের রাউন্ড রবিন পর্বে প্রত্যেকে ১২টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চারটি টিম যাবে পরের রাউন্ডে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমআরএম