ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
তামিমদের বিপক্ষে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর খুলনা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের পঞ্চম আসরে প্রথমবার মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। দু’দলই আছে দারুণ ফর্মে। টস জিতে তামিম ইকবালদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন টাইটান্স ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

খুলনা একাদশ অপরিবর্তিত থাকলেও তিনটি পরিবর্তন এনেছে কুমিল্লা। ফিরেছেন লিটন দাস, মারলন স্যামুয়েলন ও ডোয়াইন ব্রাভো।

ফখর জামান, অলক কাপালি বাদ পড়েছেন। দেশে ফিরে যাওয়ায় নেই অফগান স্পিন সেনসেশন রশিদ খান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবারের (২৮ নভেম্বর) প্রথম ম্যাচটিতে সিলেট সিক্সার্সকে হারের বৃত্তে রেখে জয়োল্লাসে মাতে রংপুর রাইডার্স। ২ বল বাকি থাকতে ১৭৪ রানের লক্ষ্য টপকে যায় মাশরাফির দল।

পয়েন্ট টেবিলে সবচেয়ে কম সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সবার উপরে খুলনা টাইটান্স। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ (৬ জয়, ২ হার, বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচ থেকে ১ পয়েন্ট)।

সমান ম্যাচে কুমিল্লার সমান ১০ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চার নম্বরে রংপুর রাইডার্স। ১০ ম্যাচের ছয়টিতে হেরে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে সিলেট সিক্সার্স। সমান ৯ ম্যাচে ৬ পয়েন্টে ছয়ে রাজশাহী কিংস ও ৫ পয়েন্টে তলানিতে চিটাগং ভাইকিংস। সাত দলের রাউন্ড রবিন পর্বে প্রত্যেকে ১২টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চারটি টিম যাবে পরের রাউন্ডে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।