ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বুধবার ঢাকায় ফিরছে মাশরাফির রংপুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বুধবার ঢাকায় ফিরছে মাশরাফির রংপুর ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে চট্টগ্রামের সফল মিশন শেষে বুধবার (২৯ নভেম্বর) ঢাকায় ফিরছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সকাল ১১টার ফ্লাইটে চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হবে বিপিএলের চলতি আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী এই দলটি।

সিলেট ও ঢাকার প্রথম পর্বেও পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্সের অবস্থান এতটা দাপুটে ছিলো না যতটা চট্টগ্রামে গিয়ে হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বন্দরনগরীতে গিয়েই শুরু হয়েছে তাদের উত্থান।

প্রথমটিতে হারলেও টানা দুই জয়ে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানটা আরও সুদৃঢ় করেছে টম মুডির শিষ্যরা।

আর এই ক্ষেত্রে সামনে থেকে দলের হাল ধরেছেন অধিনায়ক মাশরাফি। গতকাল (২৮ নভেম্বর) চিটাগং ভাইকিংসের বিপক্ষে তার ১৭ বলে ৪২ রানের ঝড়ে ইনিংস এবং আজকের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১০ বলে ১৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

সাত দলের রাউন্ড রবিন পর্বে প্রত্যেক দল ১২টি করে ম্যাচ খেলবে। দু’বার করে একে অপরের মুখোমুখি হবে সবাই। শেষ তিন ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স ও ঢাকা ডায়নামাইটস। সেরা চারটি টিম যাবে পরবর্তী রাউন্ডে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।