ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঘরের মাঠে শেষ ম্যাচে জয়ের খোঁজে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঘরের মাঠে শেষ ম্যাচে জয়ের খোঁজে চিটাগং ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। বিপিএলের পঞ্চম আসরে ৩৩তম ম্যাচে এসে প্রথমবার মুখোমুখি পয়েন্ট টেবিলের তলানির দু’দল। ঘরের মাঠে জয় দিয়ে শেষ করতে টস হেরে ফিল্ডিংয়ে সৌম্য সরকাররা।

এ ম্যাচে জয়ী দলের সিলেট সিক্সার্সকে টপকে পাঁচে উঠে শেষ চারের আশা বাঁচিয়ে রাখার সুযোগ রয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার ম্যাচে শীর্ষে ওঠার লড়াইয়ে নামবে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিবের ঢাকা ডায়নামাইটস।

তারকাখচিত দু’দলের প্রথম দেখায় (২০ নভেম্বর) পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ান্স। মিরপুরে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের ১২৮ রানে অলআউট করে ২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় তারা।

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব করলেও ছন্দ ধরে রাখতে পারেনি চিটাগং ভাইকিংস। পরের দুই ম্যাচেই সমর্থকদের সামনে হারের হতাশায় ডুবতে হয়। ৯ ম্যাচের ৬টিতে হেরে (২ জয়, বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচ থেকে ১ পয়েন্ট) ৫ পয়েন্ট নিয়ে সাত দলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। সমান ম্যাচে তিন জয়ে ১ পয়েন্ট এগিয়ে ছয় নম্বরে মুশফিকের রাজশাজী কিংস।

প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করা মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ১ পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৮ ম্যাচ খেলা তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ৯ ম্যাচে ১১ পয়েন্টে তিনে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইটস ও চতুর্থ স্থানে মাশরাফির রংপুর রাইডার্স (১০)। পাঁচে থাকা নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্সের পুঁজি ১০ ম্যাচে ৭।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।