ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সন্তানের বাবা হচ্ছেন সাউদি, কিউই স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সন্তানের বাবা হচ্ছেন সাউদি, কিউই স্কোয়াডে পরিবর্তন ছবি: সংগৃহীত

সন্তানের বাবা হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের পেস তারকা টিম সাউদি। তাই হোম সামার সিজনের প্রথম টেস্ট মিস করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না।

সাউদির জায়গায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে যুক্ত হচ্ছেন ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার।

সাউদির খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে তিনদিন আগে ঘোষিত টেস্ট দলে বিকল্প হিসেবে পেসার লুকি ফার্গুসনকে দলে রাখা হয়।

অন্যদিকে, বিজে ওয়াটলিংয়ের হিপ ইনজুরির সুবাদে টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষায় ১টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল।

শুক্রবার (১ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে প্রথম টেস্ট। ওয়েলিংটনে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। হ্যামিল্টনে দ্বিতীয় ও শেষ টেস্ট ৯ ডিসেম্বর থেকে।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, রস টেইলর, জিত রাভাল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট,  টিম সাউদি (প্রাপ্যতা সাপেক্ষে)।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।