ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো রাজশাহী ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম পর্ব দিয়ে বিপিএলের এবারের আসরে চিটাগং ভাইকিংসের বিদায় নিশ্চিত হলো। ‘হোম ভেন্যুতে’ চার ম্যাচের তিনটিতেই হারলেন সৌম্য-আনামুলরা। বুধবারের (২৯ নভেম্বর) ম্যাচে ভাইকিংসদের ৩৩ রানে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো মুশফিক-স্যামির রাজশাহী কিংস।

পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে সিলেট সিক্সার্সকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে রাজশাহী। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮ (৪ জয় ও ৬ হার)।

সমান ম্যাচে নাসির-সাব্বিরের সিলেটের পুঁজি ৭। ১০ ম্যাচের সাতটিতেই হারলো চিটাগং।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ১২৪-এ গুটিয়ে যায় চিটাগংয়ের ইনিংস। সর্বোচ্চ ২৭ রান করেন স্টিয়ান ভ্যান জিল। অধিনায়ক লুক রনকি ৮, সৌম্য সরকার ১৩, আনামুল হক বিজয় ২৩, সিকান্দার রাজা ১৭, তানভীল হায়দার ১৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ৩.২ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। চার ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট নেন মোস্তাফিজুর রহমান। একটি করে নেন দুই পাকিস্তানি মোহাম্মদ সামি ও উসামা মির।   লুইস রিসি (৩) ও শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট তাসকিন আহমেদ (১)।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে রাজশাহী। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে আউট হন দলপতি ড্যারেন স্যামি। ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন জেমস ফ্রাঙ্কলিন।  

দুই ওপেনার মুমিনুল হক ৭ ও লু্ক রাইট ২৫ রানে বিদায় নেন। জাকির হাসান ১১ বল খেলে ১৭ রান করেন। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১।

শেষ ওভারে স্যামি ও ফ্রাঙ্কলিনকে ফিরিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লুইস রিসি। একটি করে নেন তাসকিন আহমেদ, সাঞ্জামুল ইসলাম ও নাঈম ইসলাম।

রাউন্ড রবিন পর্বে প্রত্যেকে ১২টি করে ম্যাচ খেলবে। সাত দলের শীর্ষ চারটি টিম যাবে পরের রাউন্ডে। সবার আগে শেষ চার নিশ্চিত করেছে শীর্ষস্থানধারী মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স (১০ ম্যাচে ১৩)। ১ পয়েন্ট পিছিয়ে ৮ ম্যাচ খেলা তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।