ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল থেকে ফিরেই অধিনায়ক পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বিপিএল থেকে ফিরেই অধিনায়ক পেরেরা ছবি:সংগৃহীত

ঢাকা: বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আটটি ম্যাচে অংশ নেয়ার পর জাতীয় দলের হয়ে খেলতে গত পরশু নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরেছেন অলরাউন্ডার থিসারা পেরেরো। আর দেশে ফিরেই পেলেন দারুন খবর। উপুল থারাঙ্গাকে সরিয়ে তার কাঁধেই তুলে দেয়া হয়েছে লঙ্কানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব।

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফ্রন্ট লাইন থেকে দলকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। তবে তিনি কত দিনের মেয়াদে অধিনায়ক হয়েছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

অ্যাঞ্জেলো ম্যাথুস অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় এ বছরের জুলাইয়ে সংক্ষিপ্ত সংস্করণের জন্য অধিনায়ক করা হয়েছিল উপুল থারাঙ্গাকে। কিন্তু তার অধীনে ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশের পর একই পরিণতি মেনে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষেও। ঠিক এমন এক পরিস্থিতিতেই দলের দায়িত্ব দেয়া হলো থিসারা পেরেরাকে।

সস্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।