এবারের বিপিএলে রান তুলতে বিদেশিদেরই আধিক্য চোখে পড়েছে। সবার ওপরে থাকা ইংল্যান্ড অলরাউন্ডার বোপারা ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ৩২২ রান করেছেন।
দুই, তিন ও পাঁচে আছেন যথাক্রমে এভিন লুইস (ঢাকা, ৩২০), লুক রঞ্চি (চিটাগং, ২৭৩) ও আন্দ্রে ফ্লেচার (সিলেট সিক্সার্স, ২৬০)। এছাড়া দেশিদের মধ্যে ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন ও তামিম ইকবাল শীর্ষ দশে রয়েছেন।
উইকেট দখল করার কৃতিত্বে অবশ্য দেশিরাই এখন পর্যন্ত দাপট অব্যাহত রেখেছে। যেখানে শীর্ষ পাঁচে নেই কোনো বিদেশি। অখ্যাত বোলার হিসেবে খুলনার আবু জায়েদ ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে সবার ওপরে। সমান ম্যাচ খেলা অন্য বোলাদের মধ্যে সাকিব আল হাসান (ঢাকা, ১৩) তাসকিন আহমেদ (চিটাগং, ১৩), আবু হায়দার (ঢাকা, ১২) ও মোহাম্মদ সাইফুদ্দিন (কুমিল্লা, ১২) শীর্ষ পাঁচে অবস্থান করছেন।
বিদেশিদের মধ্যে ঢাকার শহীদ আফ্রিদি অবশ্য পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে ষষ্ঠস্থানে আছেন। ১০ উইকেট নিয়ে ঠিক দশে আছেন চলতি মৌসুমে ব্যাটে-বলে দুর্দান্ত খেলা রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএমএস