ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইকেটে দেশিদের দাপট, রানে বিদেশিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
উইকেটে দেশিদের দাপট, রানে বিদেশিরা উইকেটে দেশিদের দাপট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলা শেষ। যেখানে শীর্ষে থেকে ঢাকায় ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তলানিতে থাকা চিটাগং ভাইকিংসের আসরে টিকে থাকার স্বপ্ন প্রায় শেষ। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের অধিকারী রংপুর রাইডার্সের রবি বোপারা আর সর্বোচ্চ উইকেটের মালিক খুলনা টাইটান্সের আবু জায়েদ।

এবারের বিপিএলে রান তুলতে বিদেশিদেরই আধিক্য চোখে পড়েছে। সবার ওপরে থাকা ইংল্যান্ড অলরাউন্ডার বোপারা ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ৩২২ রান করেছেন।

শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (চতুর্থ)। ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরিতে তার রান ২৬৩।

দুই, তিন ও পাঁচে আছেন যথাক্রমে এভিন লুইস (ঢাকা, ৩২০), লুক রঞ্চি (চিটাগং, ২৭৩) ও আন্দ্রে ফ্লেচার (সিলেট সিক্সার্স, ২৬০)। এছাড়া দেশিদের মধ্যে ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন ও তামিম ইকবাল শীর্ষ দশে রয়েছেন।

উইকেট দখল করার কৃতিত্বে অবশ্য দেশিরাই এখন পর্যন্ত দাপট অব্যাহত রেখেছে। যেখানে শীর্ষ পাঁচে নেই কোনো বিদেশি। অখ্যাত বোলার হিসেবে খুলনার আবু জায়েদ ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে সবার ওপরে। সমান ম্যাচ খেলা অন্য বোলাদের মধ্যে সাকিব আল হাসান (ঢাকা, ১৩) তাসকিন আহমেদ (চিটাগং, ১৩), আবু হায়দার (ঢাকা, ১২) ও মোহাম্মদ সাইফুদ্দিন (কুমিল্লা, ১২) শীর্ষ পাঁচে অবস্থান করছেন।

বিদেশিদের মধ্যে ঢাকার শহীদ আফ্রিদি অবশ্য পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে ষষ্ঠস্থানে আছেন। ১০ উইকেট নিয়ে ঠিক দশে আছেন চলতি মৌসুমে ব্যাটে-বলে দুর্দান্ত খেলা রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।