ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্লেজিং করেই যাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
স্লেজিং করেই যাবে অস্ট্রেলিয়া ছবি:সংগৃহীত

ক্রিকেট মাঠে স্লেজিংটা এক সময় শিল্প হিসেবে ভাবা হতো। তবে এটি যখন অতিমাত্রায় চলে যাচ্ছে, আইসিসি তখন এর জন্য জরিমানার ব্যবস্থাও করেছে। কিন্তু অস্ট্রেলিয়ানদের যে রক্তের মধ্যেই স্লেজিং রয়েছে! তাই এটিকে চালায়েই যেতে চায় দেশটির ক্রিকেটাররা।

ব্রিসবেনে গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অজিদের স্লেজিংয়ের কাছে কুপোকাত হয়েছেন। ঘটনার শুরু অবশ্য ঐ টেস্টের আগেই।

যেখানে পার্থে একটি পানশালায় ছিলেন বেয়ারস্টো। হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায় অজি ওপেনার ক্যামেরুন ব্যানক্রফ্টের।

দেখা হতেই বেয়ারস্টো মজা করে ব্যানক্রফ্টকে ঢুঁশ মেরে বসেন। ব্যাপারটিকে সে সময় দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ব্যানক্রফ্টও মজা হিসেবে নেন। কিন্তু এটিকে ইস্যু করেই মাঠের স্লেজিংয়ে মেতে ওঠে স্বাগতিক ক্রিকেটাররা।

স্লেজিংয়ের শুরুটা করেন অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। আর দ্বিতীয় টেস্ট শুরুর আগে অজিরা এই স্লেজিংয়ের মাত্রা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম সে কি করেছিল সেদিন। আমরা পরবর্তীতে ম্যাচে দারুণভাবে ফিরেও আসি। ’

তিনি আরও বলেন, ‘স্লেজিং এমন একটি ব্যাপার, এটি সম্ভবত ক্রিকেটের স্মার্ট একটি বিষয়। এটা কিছুটা পাশবিক কিন্তু দেখতে ভালো লাগে যখন এটি কাজ করে। এটা খেলারই অংশ। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আর এটা চলতেই থাকবে। ’

এদিকে বেয়ারস্টোর ঐ ঘটনার পর ইংল্যান্ড টিমে কারফিউ জারি হয়েছে। মধ্যরাতে কোনো ক্রিকেটার টিম হোটেল ছেড়ে বের হতে পারবে না। তবে অজি কোচ ড্যারেন লেহম্যান অবশ্য তার শিষ্যদের কোনো কড়াকড়িতে রাখছেন না।

আগামী ২ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। যেখানে প্রথমবারের মতো অ্যাশেজে দিবা-রাত্রির ম্যাচ আয়োজিত হবে। প্রথম টেস্টে হেরে ইংল্যান্ড ইতোমধ্যে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।